ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
নেছারাবাদে পাঁচজনকে জরিমানা,লকডাউনে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান
মোঃ রুহুল আমীন নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদের বাজারে অহেতুক ঘোরাফেরার দায়ে পাঁচ ব্যাক্তিকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ কার্যকর করার জন্য সোমবার দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন।

থানা পুলিশের সহায়তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই পৌর শহরের জগন্নাথকাঠী বন্দরে অভিযান চালিয়ে আবুল হাসেম, সমীরণ সিকদার, তাপস সরকার, জাহিদুল ইসলাম প্রত্যেককে ৫০০ টাকা করে এবং শোভন মল্লিককে ২০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. বশির গাজী বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে সচেতনতার উদ্দেশ্যে করে করেন, ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান। সকল ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। সকলকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়। তিনি আরও জানান, লকডাউনে ক্ষতিগ্রস্ত অটো চালক ও চায়ের দোকানদারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তায় বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x