ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড
আশীষ দাশ গুপ্ত লাখাই হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে  ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে তিন ব্যবসায়ী অর্থদণ্ড দন্ডিত করেছে।

রবিবার (২৭শে জুন) উপজেলার মোড়াকরি বাজারে ভ্রাম্যমাণ আদালত  অভিযান পরিচালনা করা হয়েছে ।অভিযান কালে বাজারের মিষ্টি দোকানে ক্ষতিকর রং মিশ্রিত খাদ্যদ্রব্য বিক্রি করায় দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মামলা ও এক হাজার পাঁচশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় আনুমানিক চার কেজি রং মিশ্রিত গজা ও প্রায় ৩০ গ্রাম ক্ষতিকর রং জব্দ করা হয়।

এছাড়া দুই  টি দোকানে লেভেলবিহীন খাদ্য বিক্রয়, মূল্য তালিকা না থাকায় ও প্রতিবন্ধকতা তৈরি করে রাস্তার উপড়ে মালামাল রেখে গণউপদ্রব সৃষ্টি করায় দুই  ব্যবসায়ীকে দুই টি মামলায় এক হাজার টাকা করে মোট দুই  হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের নিরাপত্তায় সহযোগিতা করেন লাখাই থানার  পুলিশের  সদস্যগন ওআনসার ভিডিপির সদস্যবৃন্দ

One response to “লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড”

  1. … [Trackback]

    […] There you can find 73415 more Info on that Topic: doinikdak.com/news/29959 […]

Leave a Reply

Your email address will not be published.

x