ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
জনসাধারণের স্বাস্থ্যবিধি মানাতে বনপাড়া হাইওয়ে পুলিশের কঠোর পদক্ষেপ
হুসাইন মোহাম্মাদ রাফি-ঈশ্বরদী

বৈশ্বিক মহামারী করোনাভারইরাস এ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মুন্সি শাহাব উদ্দিনের নির্দেশে বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ ইসরাফিল হোসেন

ডাইভার যাত্রী ও জনসাধারদের জন্য রাস্তায় চেকপোস্ট বসিয়ে জন সচেতনতা মূলক কার্যক্রম চালান।

গতকাল স্থানীয় সময় বেলা ১১ টার দিকে বনপাড়া বাইপাস চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

মাক্স পড়ার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখেই বনপাড়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট মোঃ- ইসরাফিল হোসেন নিজ দায়িত্বে তিনার সহকর্মীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন।

বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ ইসরাফিল হোসেন বলেন,আমরা নিজেদের সাধ্য অনুযায়ী আপ্রাণ চেষ্টা করছি লোকদেরকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য -আপনারা নিজেকে, নিজের দেশকে ও নিজের পরিবারকে ভালোবাসুন, মহাসড়ক ত্যাগ করুন।

সেই সাথে তিনি সকলকে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এ সময় বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ ইসরাফিল হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x