ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
কােম্পানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭
শাহাদাত হোসেন কােম্পানীগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

২৪ জুন (বৃহস্পতিবার) রাত ১১টার সময় উপজেলার চরএলাহী ইউনিয়নের চর এলাহী ক্লোজার ঘাট থেকে তাকে আটক করে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ৩ টি বন্দুক ও ১২টি কার্তুজ উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৮টায় তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত সামছুদ্দিন (৩৫) উপজেলার চরএলাহী ইউনিয়নের মৃত আব্দুল মালেকেরে ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সামছুদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

x