ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শ্রীপুরে নব মুসলিমা গৃহবধূর মরদেহ উদ্ধার
আরিফ প্রধান, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে নব মুসলিমা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৫ জুন উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার ঢালীপাড়া এলাকার জনৈক আলমগীরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত শিল্পী আক্তার (২৫)নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রায়পুর পূর্বপাড়া গ্রামের মোস্তফা কামালের স্ত্রী। বর্তমানে আবদার এলাকার আলমগীরের ভাড়া বাড়িতে থেকে স্বামীসহ স্থানীয় এসকিউ সেলসিয়াস প্যাকিং শাখায় চাকুরী করতেন। শিল্পী আক্তার গত কয়েক বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর মল্লিক জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে বাথরুমের ভেতরে থাকা কাঠের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ  উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, শিল্পী ক্যান্সারে আক্রান্ত ছিলো,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষন্নতায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

x