ঢাকা, রবিবার ০৪ জুন ২০২৩, ০৮:৪১ অপরাহ্ন
নেছারাবাদে ট্রাক্টর চালকের লাশ উদ্ধার
মোঃ রুহুল আমীন

নেছারাবাদের পূর্ব জলাবাড়ি গ্রামের জমি থেকে সুব্রত মিস্ত্রী শুভ (৪০) নামে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ জুন (শুক্রবার) দুপুরে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়।

নিহত সুব্রত ওই গ্রামের সুশিল মিস্ত্রীর পুত্র। সুব্রত ওই এলাকায় বিভিন্ন জনের জমি চাষাবাদের কাজ করতেন। সুব্রতের স্ত্রী নিপা মিস্ত্রীর দাবী তার স্বামী সুব্রত মিস্ত্রীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

x