ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
প্রতীক বরাদ্দ পেলেন চার প্রার্থী
রুবেল আহমদ সিলেট

সিলেট-৩ আসনের উপ- নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট-৩ আসেনর ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা.ইসরাইল হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের এ সময় উপস্থিত ছিলেনন।

প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান লড়বেন দলীয় প্রতীক নৌকা নিয়ে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শফি চৌধুরী লড়বেন মোটর কার প্রতিক নিয়ে।

এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক লড়বেন লাঙ্গল প্রতীক নিয়ে। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনেদ মোহাম্মদ মিয়া লড়বেন ডাব প্রতিক নিয়ে।

এর আগে ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মারা যান। মারা যাওয়ার কারণে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে- ১৫ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সিলেট-৩ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন নারীসহ মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী, জুনায়েদ মোহাম্মদ মিয়া, ফাহমিদা হোসেন, শেখ জাহিদুর রহমান মাসুম।

তবে ১৭ জুন মনোনয়নপত্র বাছাইয়ে ফাহমিদা হোসেন, শেখ জাহিদুর রহমান মাসুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (২৪জুন) শেষ সময় পর্যন্ত বৈধ প্রার্থীদের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।

4 responses to “প্রতীক বরাদ্দ পেলেন চার প্রার্থী”

  1. … [Trackback]

    […] Find More Info here on that Topic: doinikdak.com/news/29180 […]

  2. This Site says:

    … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/29180 […]

  3. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/29180 […]

  4. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/29180 […]

Leave a Reply

Your email address will not be published.

x