গাজীপুরের শ্রীপুরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে ১৭ বছরের এক কিশোর। প্রায় ১০ ঘন্টা পার হলেও কোন সন্ধান মেলেনি নিখোঁজ কিশোরের। নিখোঁজের পর থেকে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
২৪ জুন বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার গোসিংঙ্গা শীতলক্ষ্যা (বানার) নদীতে শাহ সিমেন্ট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১ টা পর্যন্ত কোন সন্ধান মেলেনি তার।
নিখোঁজ কিশোর শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ বাজার (পশু হাসপাতাল সংলগ্ন) বিনয় বাসফোরের একমাত্র ছেলে। বিশ্বজিৎ উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী। গত বছর এসএসসি পরীক্ষায় উত্তির্ন হয়েছিলেন।
কিশোরের স্বজন শ্রী কৃষ্ণ বাসফোর জানান, বিশ্বজিৎ এর এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তারা ৮-১০ ঘুরতে যায়। পরে দুপুরে গোসিঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসল করার সময় বিশ্বজিৎ পানিতে ডুবে তলিয়ে যায়। পরে বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় খোঁজে না পেয়ে স্বজনদের খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে যাই ও খোঁজতে থাকি ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর জানাই।
খবর পেয়ে সন্ধায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দীর্ঘক্ষন খোঁজেও পাইনি নিখোঁজ বিশ্বজিৎকে। আগামীকাল সকালে আবার তারা উদ্ধার কাজে নামবেন বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মিজানুর রহমান।
খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যান শ্রীপুর মডেল থানা পুলিশ।