রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক শিক্ষার্থীদের শিগগিরই করোনা ভাইরাসের টিকা দেয়া হবে জানিয়েছেন সিভিল সার্জন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে উপাচার্যের কাছে চিঠি পাঠানো হয়েছে। সিভিল সার্জন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। তালিকার সাথে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিচয়পত্রের সাথে সমন্বয় করে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা টিকার জন্য আবেদন করেছিল। এতে অনেক শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকায় আবেদন করতে পারেনি। তবে সিভিল সার্জন দপ্তর থেকে জাতীয় পরিচয়পত্র আবশ্যক করা হয়নি।
সিভিল সার্জন জানিয়েছেন বর্তমানে মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রদান চলছে। মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শেষ হলেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।