ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
ওবায়দুল কাদেরের বোনের বাসায় ভাই কাদের মির্জার অনুসারীদের হামলা
অনলাইন ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগমের বাড়িতে ভাই আবদুল কাদের মির্জার অনুসারীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ থানা-সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা। মিজানুর রহমান ওবায়দুল কাদেরের অনুসারী হিসেবে পরিচিত। রোকেয়া বেগমের ছেলে ফখরুল ইসলাম মিজানুর রহমানের অনুসারী।

ওবায়দুল কাদেরের দুই বোন তাহেরা বেগম ও রোকেয়া বেগম হামলার ঘটনায় কাদের মির্জার অনুসারীদের দায়ী করে তাঁদের গ্রেপ্তারের দাবিতে রাত দশটা থেকে থানার সামনে অবস্থান করছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগম সংবাদ মাধ্যমকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ তিনি বাড়ির ফটকে চিৎকার-চেঁচামেচি শুনতে পান। তখন তিনি নামাজে ছিলেন। বিছানা থেকে উঠে তিনি বাড়ির ফটকে গেলে একদল যুবক বাড়ির ভেতরে ঢোকার জন্য ফটক খুলতে চিৎকার দিচ্ছিল এবং বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিল।

রোকেয়া বেগম বলেন, একপর্যায়ে তিনি এগিয়ে গিয়ে কে জিজ্ঞেস করলে, তাঁরা বলেন, ‘তোর ছেলে রাহাত কই? তাকে বের করে দে, দেখবি কী করি।’ ফটক না খোলায় ইটপাটকেল নিক্ষেপ করে কিছুক্ষণ পর তাঁরা চলে যায়। পরে তিনি ঘটনাটি মন্ত্রীকে অবহিত করেন।

রোকেয়া বেগম অভিযোগ করেন, ‘হামলার এই ঘটনা কাদের মির্জার নির্দেশে হয়েছে। এটি তাঁর গুন্ডাবাহিনীর কাজ। কাদের মির্জাই এই কোম্পানীগঞ্জের গডফাদার। তাঁর কাছে পাঁচ মাস আমরা জিম্মি হয়ে আছি। এর আগেও তাঁর গুন্ডাবাহিনী আমার বাড়িতে হামলা করেছে। আমি থানায় যাব মামলা করতে, মামলা না নিয়ে আসামিদের গ্রেপ্তার না করলে থানায় অবস্থান করব।

 

One response to “ওবায়দুল কাদেরের বোনের বাসায় ভাই কাদের মির্জার অনুসারীদের হামলা”

  1. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/28735 […]

Leave a Reply

Your email address will not be published.

x