ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
লাখাইয়ে ছাত্র ছাত্রীদের মাধ্যমে জমি আবাদের প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশীষ দাশ গুপ্ত লাখাই হবিগঞ্জ

মহামারী করোনায় সারা দেশের ন্যায় হবিগঞ্জের  লাখাই উপজেলায় স্কুল  কলেজ বন্ধ থাকায় পরিবেশ মোকাবেলায় করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনায় অনাবাদি জমি আবাদের আওতায় আনায়ন প্রকল্পের ছাত্র/ছাত্রী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুন)  ২০২০-২১ অর্থ বছরে

উপজেলা পরিষদ অর্থায়নে উপঝেলার মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক দীলিপ কুমার, হবিগঞ্জ জেলা উপ পরিচালক মোঃ তমিজ উদ্দিন।

উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য এর পরিচা অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপজেলার ৪০ জন ছাত্র/ছাত্রী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার, বীজ ও চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x