গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকালে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শ্রীপুর উপজেলা আ. লীগ অফিস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা, পৌর আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও পৌর আ. লীগের সা.সম্পাদক নূরে আলম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী চৌধুরী, জেলা আ.লীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ।
জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমির হামজা, সদস্য শেখ আ. লতিফ, আ. লীগ নেতা আক্তারুজ্জামান, জেলা পরিষদের সদস্য আবুল খায়ের, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আতিকুর রহমান জুয়েল, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়াকত ফকির প্রমূখ।
এছাড়াও জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।