ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শনিবার থেকে লালমনিরহাট পৌরসভা ৭ দিনের সর্বাত্বক লকডাউন ঘোষণা
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

আজ বুধবার (২৩জুন) বিকালে জুম অ্যাপস্ এর মাধ্যমে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় লালমনিরহাট পৌর এলাকায় পহেলা জুন থেকে ২২ জুন করোনা শনাক্তের হার ৩৯% হওয়ায় সর্বসম্মতিক্রমে শনিবার থেকে লালমনিরহাট পৌরসভা ৭ দিন সর্বাত্মক লকডাউনের ঘোষনা। শনিবার থেকে লালমনিরহাট পৌরসভা ৭ দিন সর্বাত্মক লকডাউনের ঘোষনা

আগামি শনিবার থেকে ৭ দিনের জন্য সর্বাত্বক লকডাউন ঘোষনা করা হয়।

সভায় জুম অ্যাপস্ এর মাধ্যমে লালমনিরহাট জেলার সার্বিক দায়িত্বে নিয়োজিত জেলা প্রশাসক আবু জাফর, সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম, পুলিশ সুপার আবিদা সুলতানা, সিভিল সার্জন নির্মলেন্দু রায়, লালমনিরহাট বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুলসহ অন্যান্য সদস্য বৃন্দ অংশগ্রহণ করে মতামত ব্যক্ত করেন।

x