মৌলভীবাজার সদর থানা পুলিশ উক্ত থানাধীন আথানগিরী এলাকায় অভিযান পরিচালনা করিয়া দুর্ধর্ষ কুখ্যাত ডাকাত হান্নান মিয়া (৫৩), পিতা- সাবল মিয়া ওরফে ছোরাব উল্যা, সাং-আথানগিরী, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, আসামী হান্নান মিয়া (৫৩) মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন থানার নিম্ম বর্ণিত মামলার এজাহারভূক্ত আসামী। ১। সিলেট এর বিয়ানীবাজার থানার এফ আই আর নং-২/২, তারিখ- ০৬ জানু, ২০২১; ধারা- ১৯-a ১৮৭৮ সালের অস্ত্র আইন; ২। সিলেট এর বিয়ানীবাজার থানার এফ আই আর নং-১/১, তারিখ- ০৬ জানু, ২০২১; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৩। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-১৫/৩৩৬, তারিখ- ২০ নভে, ২০১৯; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৪। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-৫/১৭৩, তারিখ- ০৪ জুন, ২০১৭; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৫। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-২৮, তারিখ- ২৬ জুলাই, ২০১৬; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৬। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-১৮, তারিখ- ২৭ মার্চ, ২০১৬; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৭। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-১৯, তারিখ- ২৭ মার্চ, ২০১৬; ধারা- ১৯ (a) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৮। মৌলভীবাজার এর মৌলভীবাজার সদর থানার এফ আই আর নং-১৬, তারিখ- ১৬ ফেব্রু, ২০১৬; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৯।