ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
নাটোরে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, আক্রান্ত ১০২
নাটোর প্রতিনিধি

নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে ও নতুন করে ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৩ জুন) সকালে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন, বাগাতিপাড়া উপজেলা সদরের শহিদুল ইসলামের স্ত্রী মাহমুদা বেগম (৩৫) ও জমাগর গ্রামের সমেসের আলীর ছেলে এনামুল হক (৪৫)।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৫১ জন ও জিন এক্সপার্ট টেস্টে ৩২ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এছাড়া আরপিটিসিতে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭ দশমিক ২ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ২ হাজার ৯৯৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নাটোরের আটটি পৌরসভায় বুধবার সকাল ৬টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।

One response to “নাটোরে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, আক্রান্ত ১০২”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/28435 […]

Leave a Reply

Your email address will not be published.

x