এম আবু হেনা সাগর, ঈদগাঁও: দেশে করোনা মহামারীর কারনে লকডাউন ঘোষনা করেছে সরকার। কিন্তু সে লকডাউনের সুযোগে কতিপয় মাস্ক বিক্রেতারা তিনগুন দামে বিক্রি করছেন মাস্ক। এতে করে বিপাকে পড়েন সর্বশ্রেনী পেশার লোকজন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এখন সবচেয়ে বড় আতংক। আর সে আতঙ্কে বাড়ছে মাস্কের দাম। মাস্কের সংকট না থাকার পরেও চড়া দামে হতাশ হয়ে পড়ে ব্যবহারকারীরা।
৫ এপ্রিল দুপুরে কক্সবাজার সদরের ঈদগাঁও বাজার ও স্টেশন সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র। মাস্ক ব্যবসায়ীরা অতিরিক্ত দাম হাঁকিয়ে অনৈতিকভাবে মাস্ক বিক্রি করে চলেছেন।ফলে কিছুটা হলেও অর্থনৈতিক ক্ষতির সম্মূখীন হচ্ছেন ক্রেতারা। এক্ষেত্রে সাধারণ মাস্কের চেয়ে কাপড়ের মাস্কের চাহিদা এলাকাতে বেশ লক্ষ্যনীয়।
এলাকা ঘুরে দেখা যায়, ঈদগাঁও স্টেশনে বিশ হাতের ব্যবধানে মাস্কের প্যাকেট বিক্রি করছে ৭০ টাকা বৃদ্বিতে। একপাশে এক বক্স ১৫০ টাকা, অন্যপাশে বিক্রি করছে ২২০ টাকায়। ৫ টাকা দামের মাস্ক দশ টাকায় বিক্রি করা হচ্ছেন। পাশাপাশি কাপড়ের মাস্ক ২০ টাকায় বিক্রি করছেন।
লকডাউনে একদিকে আয় রোজগার বন্ধ, অন্যদিকে মাস্কের দামও বৃদ্বি। দু-সমস্যা নিয়ে জর্জরিত সাধারন মানুষ।
Leave a Reply