মহেশখালীর গভীর পাহাড়ে অভিযান চালিয়ে দুইটি অবৈধ বন্দুকসহ স্থানীয় শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রিদোয়ান প্রকাশ ওরফে কালা রিদোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান মহেশখালী থানা পুলিশ।
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, মঙ্গলবার বিকালে উপজেলার কালারমার ছড়া চালিয়াতলী এলাকা থেকে পুলিশ প্রথমে মোহাম্মদ রিদোয়ানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে উপজেলার শাপলাপুরের পাহাড়ে তার আস্তানায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ লাইটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, মোহাম্মদ রিদোয়ান প্রকাশ ওরফে কালা রিদোয়ান একজন অবৈধ বন্দুকধারী ও এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।