ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
বিজেপির একঝাঁক কর্মী মাথা ন্যাড়া করে তৃণমূলে যোগ দিলেন
অনলাইন ডেস্ক
ছবি জিনিউজ

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার খানাকুলেও তৃণমূলে যোগ দিলেন এলাকার একঝাঁক বিজেপি নেতা-কর্মী। খবর জিনিউজ

খবরে বলা হয়, বিজেপির কর্মী হওয়াকে ভুল কাজ বলে স্বীকার করে মাথা ন্যাড়া করে যোগ দিয়ে এবার ব্যাপক আলোচনায় এসেছেন খানাকুলের বলপাই বিজেপি নেতা বিভাস মালিকের নেতৃত্বে একঝাঁক বিজেপি নেতাকর্মী। মঙ্গলবার তারা মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অধিকাংশ নেতাকর্মীই মাথা ন্যাড়া হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আলোচিত ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ সদস্য অপরূপা পোদ্দার।

তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিজেপি কর্মীদের বরাত দিয়ে জিনিউজ জানায়, বিজেপিতে গিয়ে তারা ভুল করেছিলেন। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই মাথা ন্যাড়া হলেন। এখন থেকে তারা তৃণমূলের আদর্শ মেনেই কাজ করবেন।

নিজেদের দুর্বলতার কথা অস্বীকার করে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ দাবি করেছেন, খানাকুলে বিভাস মালিকসহ কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছে। ওরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। এখন দেখছে বিজেপিতে এসে কোনও লাভ নেই। আসলে ওরা ইনকাম করার জন্য এসেছিল। এখন ওরা সেটা বুঝতে পেরেছে। এরা কোনও দলের সম্পদ হতে পারে না। এরা ভবঘুরে। এতে দলের কোনও ক্ষতি হবে না। দলের আসল সমর্থকরা এখনও অত্যাচারিত হয়ে বিজেপিতেই রয়েছেন।

x