ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
আসন্ন পবিত্র রমজান মাসে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
Reporter Name

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, বৈঠকে রোজার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনার টিকাদান কার্যক্রম প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া ৬ এপ্রিল শেষ হবে। এরপর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

দেশে ভ্যাকসিনের সংকট হবে না জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় ডোজের কার্যক্রম চলতে চলতে বাকি ভ্যাকসিন চলে আসবে।

এ ছাড়া বৈঠকে সবার মাস্ক পরিধানের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বারোপ করেছেন বলেও উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব।

Leave a Reply

Your email address will not be published.

x