ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সাবেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আত্মহত্যা
অনলাইন ডেস্ক

রাজধানীর শুক্রাবাদ এলাকায় সাবেক থানা কমিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন জানায় তার পরিবার।

মঙ্গলবার (২২ জুন) তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

রুবেল স্ত্রী ও পরিবারের সঙ্গে ধানমন্ডি শুক্রাবাদ বাজার এলাকায় একটি বাসায় থাকতেন। পেশায় ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের ছোট ভাই ওসমান গনি বাবু জানান, তার ভাই কলাবাগান থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বেশ কয়েকদিন ধরে ঠিকাদারি ব্যবসার কারণে সে হতাশাগ্রস্ত ছিল। কয়েকদিন আগে সে আমাদের বলেছে আত্মহত্যা ছাড়া তার কোনো গতি নেই।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

x