ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
বোয়ালমারীতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান
টুটুল বসু, বোয়ালমারী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে ও জেলা কমান্ড্যান্ট ফরিদপুর এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপন অভিযান পালিত হয়েছে।

বোয়ালমারী উপজেলায় ২২ জুন সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করা হয়। উপজেলার ২৬২টি গ্রামে দুইটি করে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ মোট ৫২৪টি চারা বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও কমান্ডারদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও কমান্ডারদের কাছে গাছের চারাগুলো হস্তান্তর করেন। এসময় তিনি সরকারি রাস্তার পাশে ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে চারাগুলো রোপণ এবং পরবর্তীতে গাছের চারাগুলোকে যত্ন নেয়ার নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.

x