বান্দরবান রোয়াংছড়িতে মসজিদের ইমাম নও মুসলিম মোহাম্মদ ওমর ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন পাবর্ত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ।
২২ জুন সকালে লামা বাজারস্থ উপজেলা পরিষ দের সামনে ছাত্র পরিষদ সাবেক নেতা মিজানুর রহমানের পরিচালনায় এ কর্মসুচী অনুষ্টিত হয়।
লাইন ঝিরি হয়ে তিন কিলোমিটার সড়ক জুড়ে বিক্ষোভ মিছিল নিয়ে লামা বাজারে আসে। পরে সেখানে দীর্ঘলাইন মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ওমর ফারুক হত্যায় উত্তাল লামা উপজেলা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বান্দরবান পাবত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজি মজিবুর রহমান, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়া বেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী, নাগরিক পরিষদ নেতা রুহুল আমিন, কামরুজ্জামান, মাওলানা আজি জুল হক এবং রাশেদুল ইসলাম ত্রিপুরা।
মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন উপজাতীয় মুসলিম কল্যান সংস্থা, মুসলিম আদর্শ সংঘ ও সবস্তরের জনগন।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসী বাহিনীর হাতে হত্যাকান্ডের শিকার হন ওমর ফারুক। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবী জানান। হত্যাকান্ড বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসুচীর কথাও বলেন। নওমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীও জানানো হয়।
উল্লেখ্য, রোয়াংছড়িতে ১৮ জুন এশার নামাজ শেষ করে ফেরার পথে উপজাতী সন্ত্রাসী সংগঠন (জেএসএস) ব্রাশ ফায়ারে মো:ওমর ফারুককে হত্যা করে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে ২০১৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে।