ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
প্রেমিকের পুরুষাঙ্গ কেটে প্রেমিকার স্বীকারোক্তি
অনলাইন ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকায় রতন নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কর্তনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার প্রেমিকা প্রিয়া ওরফে তানজিলা।

সোমবার (২১ জুন) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) আবদুল কুদ্দুছ প্রিয়াকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, প্রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিবাহিত রতনের। তবে সম্প্রতি এ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ অবস্থায় গত ১৯ জুন রাত ২টা ২০ মিনিটে রতনকে গোলাম বাজারে ডেকে নেন প্রিয়া। সেখানে গেলে প্রিয়াসহ আরও তিনজন রতনকে জোর করে ঝাউবাড়ী ব্রিজের কাছে নিয়ে যায়। এসময় প্রিয়ার নির্দেশে রাত আড়াইটার দিকে তিনজন রতনকে জাপটে ধরেন। পরে চাকু দিয়ে রতনের পুরুষাঙ্গ আলাদা করে ফেলা হয়। এরপর রতন তার স্ত্রীকে ফোন দিয়ে বিষয়টি জানান। পরে সেখানে গিয়ে তাকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় রতনের স্ত্রী মুক্তা বেগম ২০ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রিয়াসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর আগানগরের কদমতলী এলাকা থেকে প্রিয়াকে গ্রেফতার করে পুলিশ।

x