ঢাকা, শনিবার ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী পাচার চক্রের বাংলাদেশ প্রধান নদিসহ গ্রেফতার ৭
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক নারী পাচার চক্রের বাংলাদেশের প্রধান সমন্বয়ক নদীসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

সোমবার (২১ জুন) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

ডিসি শহিদুল্লাহ বলেন, ‘হাতিরঝিল থানার একটি টিম বিকেলে নড়াইল ও যশোর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।’

আগামীকাল মঙ্গলবার (২২ জুন) তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা

x