গাজীপুরের শ্রীপুরে ৫ সন্তান প্রসব করেছেন এক মা। গৃহবধূ বৃষ্টি আক্তার (২১) পাশ্ববর্তী উপজেলা কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।
২১ জুন সোমবার সন্ধা সারে ৬ টায় উপজেলার মাওনা চৌরাস্তা মাদার্স কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে ৫ নবজাতকের জন্ম হয়েছে।
নবজাতকের মধ্যে মৃত অবস্থায় ৩ জন ও ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষন পর অপর ২ জন মারা গেছে। এদের মধ্যে ৩ জন ছেলে ও ২ জন কন্যা।
হাসপাতালের কর্মকর্তা সুমন আহমেদ জানান, গৃহবধূকে সোমবার দুপুরে হাসপাতালে আনা হয়, সন্ধা সারে ৬ টায় দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে মৃত অবস্থায় ৩ জন ও জীবিত অবস্থায় ২ জন নবজাতক ভূমিষ্ঠ হয়। জীবিত ২ জনও কিছুক্ষন পর মারা গেছে।
হাসপাতালের ডাক্তার জহিরুন নেসা রেনু জানান,
নবজাতকদের তার স্বজনেরা নিয়ে গেছে। প্রসবকারিণী মা বৃষ্টি আক্তার সম্পুর্ন সুস্থ থাকলেও কিছুটা ঝুঁকি রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে