ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
লকডাউন আরোপ হওয়া ৭ জেলায় কোনো ট্রেন থামবে না
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

লকডাউন আরোপ হওয়া ৭ জেলায় কোনো ট্রেন থামবে না। এসব জেলার কোনো যাত্রী ট্রেনেে উঠানামাও করতে পারবেন না।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি, মাদারীপুর ও গোপালগঞ্জ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এ লকডাউন। লকডাউন চলাকালে জরুরি সেবা প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া নৌযান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

x