ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
অপরাধীর বাড়িতে গিয়ে স্টিকার লাগালেন এসপি!
অনলাইন ডেস্ক

জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়া, জনসচেতনা বৃদ্ধি, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকের বিস্তার রোধ, সন্ত্রাসী, মাদকসেবী ও বিক্রেতাসহ সকল প্রকার অপরাধীদের তথ্য পেতে রাজবাড়ী জেলার প্রতিটি বাড়ির সামনের ফটকে স্টিকার লাগানো হয়েছে। ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এবং সংশ্লিষ্ট থানার মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগানো হয়। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জেলা শহরের বড়পুল এলাকার বিভিন্ন বাড়ির সামনের ফটকে স্টিকার লাগিয়ে দেওয়ার পাশাপাশি ওই সব বাড়ির লোকদের সাথে কথা বলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এসময় জেলা এনএসআই-এর উপপরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জামান, অতিরিক্ত পুলিশ সাপার (সদর) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার অফিসার ইনচার্জ সাঈদুর রহমান সাঈদ, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, গোয়ালন্দ থানার আব্দুল্লাহ আল তায়েবীর, জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, কালুখালী থানার ওসি নাজমুল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানিয়েছেন, আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজির দিক-নির্দেশনায় জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওই কার্যক্রম রাজবাড়ীতে বেগবান করতেই তিনি জেলার প্রতিটি বাড়ির সামনের ফটকে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এবং সংশ্লিষ্ট থানার মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগানো উদ্যোগ নিয়েছেন। প্রাথমিক পর্যায়ে এক লাখ স্টিকার লাগানো হবে। পর্যায়ক্রমে সকল বাড়ির সামনে এ সব স্টিকার লাগনো হবে। এর মাধ্যমে মানুষ অধিক সচেতন হবে এবং অপরাধীরা শনাক্ত কার্যক্রম আরো বেগবান হবে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

x