ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
যাদুকাটা নদীতে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ২টি নৌকা কে ১ লক্ষ টাকা জরিমানা
মুরাদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সোমবার বিকাল ৩ টার দিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেষা বৃহৎ বালু পাথর মহাল জাদুকাটা নদীর লাউড়ের গড় অংশে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু-পাথর বোঝাই দুটি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।

এ সময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা আব্দুল লতিফ তরফদার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির বলেন জাদুকাটা বালু-পাথর মহাল ১ সরকার লীজ দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছে। কিন্ত কিছুলোক নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন করে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় বালু-পাথর বোঝাই দুটি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়। নৌকায় থাকা অবৈধ বালু-পাথর উত্তোলন কারী বিশ্বম্ভরপুর উপজেলার শাহাবুদ্দিন ও তাহিরপুর উপজেলার আবু সালেক কে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

Leave a Reply

Your email address will not be published.

x