নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি তীরে আনা হয়েছে।
সোমবার বেলা সোয়া ১২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় উল্টো করে লঞ্চটি তীরে আনা হয়। এরপরই লঞ্চটির ভেতর থেকে মৃতদেহ বের করতে শুরু করেন উদ্ধারকারীরা।
ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনাটি একাধিক বেসরকারি টেলিভিশনে সরসারি প্রচার করা হচ্ছে। এতে লঞ্চের ভেতর থেকে অন্তত পাঁচটি মৃতদেহ বের করতে দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।