মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর উপহার দিচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সে গৃহ প্রধান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
প্রথম পর্যায়ে দেশের ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাকাঘর উপহার দেয়া হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া ভিটিপাড়া গ্রামের জোসনা, লোহাগাছিয়ার সেলিনা আক্তার, লোহাগাছিয়া ভিটিপাড়ার জামিনা, ফাউগানের নুরু মিয়া, রুমা বেগম, হানিফ মোল্যা, লোহাগাছিয়ার পাঞ্জাতন আক্তার, নিমুরিয়া মেন্দিপুরের মমতাজ,
লোহাগাছিয়া ভিটিপাড়ার রুস্তম আলী, গোলাপ বানু, লোহাগাছিয়া রাখালিয়ার আ. কাদির, বরমী ইউনিয়নের সাতখামাইরের সাথী বেগম, কোশাদিয়ার ফালু মিয়া-কমলা রানী, কাশীজুলির শেফালী ও বরামা এলাকার হযরত আলী- সখিনা এ ১৫টি অসহায় গৃহহীন পরিবার ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ ঘর উপহার পেয়েছেন।
এর আগে গত জানুয়ারীতে প্রথম ধাপে শ্রীপুরের ২০ টি পরিবার জমিসহ ঘর উপহার পেয়েছেন।
রোববার বেলা সারে ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের কাগজপত্র চাবি অসহায় গৃহহীনদের হাতে তুলে দেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড.সামসুল আলম প্রধান, পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
… [Trackback]
[…] Read More Information here on that Topic: doinikdak.com/news/27527 […]
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/27527 […]
… [Trackback]
[…] Here you can find 33251 more Info on that Topic: doinikdak.com/news/27527 […]
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/27527 […]