ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
নওগাঁর আত্রাইয়ে করোনায় একজনের মৃত্যু
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর আত্রাইয়ে করোনায় আক্রান্ত হয়ে শেখ আনোয়ারুল হক তারেক (৬৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার তারাটিয়া গ্রামের মৃত শেখ গোলাম রব্বানীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শেখ তারেক, তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৮) ও কন্যা তিশা (১৫) গত বেশ কয়েকদিন থেকে জ¦রে আক্রান্ত হয়ে পড়েন। পরে তারা বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করলে সকলেরই করোনা পজিটিভ হয়। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তারেক স্বপরিবারে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রোববার বেলা ৩ টার দিকে তারেক মারা যান। তার স্ত্রী ও কন্যা বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

x