ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর উপহার ঘর ঠাকুরগাঁওয়ে পেল আরো ১৮শ ৫টি গৃহহীন পরিবার
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁও জেলায়  দ্বিতীয় ধাপে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর আরো ১৮শ ৫টি গৃহহীন পরিবারকে উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০  জুন রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও জেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১৮শ ৫টি ঘরের উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে আমি যেহেতু যেতে পারিনি। আমার পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, ডিসি এবং ইউএনও জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন। ঠাকুরগাঁও

জেলা প্রশাসকের তথ্য মতে, ঠাকুরগাঁও সদর উপজেলায় ১০০টি, পীরগঞ্জ উপজেলায় ৪৮০টি, রানীশংকৈল উপজেলায় ২৭৫টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫০০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি ঘর উদ্বোধন করবেন। এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার   সদর উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,  ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, প্রমূখ। পরে সুবিধাভোগী গৃহহীন পরিবারের হাতেঁ ঘরের চাবি ও জমির কাগজপত্র তুলে দেন উপস্থিত অতিথীবৃন্দ। এসময় তৃতীয় লিঙ্গের ৩০ জনের হাতেও ঘরের চাবি তুলে দেওয়া হয়।

3 responses to “প্রধানমন্ত্রীর উপহার ঘর ঠাকুরগাঁওয়ে পেল আরো ১৮শ ৫টি গৃহহীন পরিবার”

  1. … [Trackback]

    […] There you can find 29742 more Info to that Topic: doinikdak.com/news/27406 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/27406 […]

  3. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/27406 […]

Leave a Reply

Your email address will not be published.

x