ঢাকা, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
নেছারাবাদে শিক্ষক ও তার স্ত্রীকে নির্বাচন না করতে হুমকি
মোঃ রুহুল আমীন নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে এক কলেজ শিক্ষক ও তার স্ত্রীকে ইউপি নির্বাচন না করতে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিাযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ জুন (রবিবার) সকালে স্থানীয় একটি কলেজের অবসর প্রাপ্ত সহকারি অধ্যাপক মো. হারুন অর রশিদ নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

জিডি সুত্রে জানাগেছে, শনিবার রাত আনুমানিক রাত ২.৪৫ মি. সময়ে অজ্ঞাত ব্যাক্তিরা শিক্ষকের বাসায় এসে তাকে ডাকে এবং দরজা খুলতে বলে। শিক্ষক পরিবার তাদের ডাকে সাড়া না দেয়ায় অজ্ঞাত ব্যাক্তিরা লাঠি সোটা নিয়ে তাদের দরজায় সজোরো আঘাত করে নির্বাচনের দিন (২১ জুন) তাকে ঘর থেকে বের না হতে এবং তার স্ত্রীকে নির্বাচনে অনারস মার্কার এজেন্ট না হতে বিভিন্ন প্রকার হুমকি, ধামকি, ভয়ভীতিসহ অকথ্য ভাষায় গালিগালাজ সহ তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেন ।

এ বিষয়ে সারেংকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গনমান গ্রামের বাসিন্দা মো. হারুন অর রশিদ জানান গভীর রাতে কাউকে চিনতে পারিনি। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, থানায় সাধারণ ডায়েরী হয়েছে। তদন্তসাপেক্ষে বিষয়টির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

2 responses to “নেছারাবাদে শিক্ষক ও তার স্ত্রীকে নির্বাচন না করতে হুমকি”

  1. … [Trackback]

    […] Read More Info here on that Topic: doinikdak.com/news/27387 […]

  2. … [Trackback]

    […] Here you can find 53717 additional Info on that Topic: doinikdak.com/news/27387 […]

Leave a Reply

Your email address will not be published.

x