ঢাকা, বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
বড়াইগ্রামের ১৬৬ পরিবার পেল জমিসহ ঘর
অমর ডি কস্তা, নাটোর

মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশ ব্যাপী আশ্রয়ন প্রকল্পের ২য় দফায় নাটোরের বড়াইগ্রামের ১৬৬ পরিবার পেল জমিসহ ঘর। রবিবার সকাল সাড়ে ৯ টায় একযোগে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপজেলা হল রুমে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর -৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও অন্যদের মধ্যে সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সাংবাদিক ও উপকার ভোগী পরিবার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x