ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
ঈদগাঁওতে তীব্র যানজট
এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজার সদরে ঈদগাঁওতে তীব্র যানজট যেন চোখে পড়ার মত। জনদূর্ভোগ চরমে। চলাচলের প্রধান ডিসি সড়কে লেগে থাকে যানজট। নেই যানবাহনের পাকিং ব্যবস্থা।

২০শে জুন সকালে ঈদগাঁওর শাপলা চত্তর হতে মেডিকেল সেন্টার পয়েন্ট পর্যন্ত ছোট বড় যানবাহনসহ মালামাল নিয়ে চট্রগ্রাম থেকে আসা বড় ট্রাক রাস্তায় দাঁড় করিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নামানোর ফলে দীর্ঘলাইন যানজট সৃষ্টি হয়েছে। তার উপর তিন চাকার যানবাহন তো আছেই। অনেকক্ষন ধরে যানজটের কবলে পড়তে হয়হ ব্যবসায়ী,পথচারী,চাকরীজিবী,রোগী দেরকে। এসব দেখার যেন কেউ নেই।

বাজার ঘুরে দেখা যায়, ঈদগাঁও ষ্টেশন, ডিসি সড়ক, হাইস্কুল গেইট, শাপলা চত্বর সহ বাশঁঘাটা সড়কে যানজট লেগে থাকে প্রতি ক্ষনে প্রতিমুহুর্তে। বাজার কমিটি বড় ট্রাক বাজারে প্রবেশ করার বিষয়ে নিদিষ্ট সময় দিলেও তোয়াক্কা করছেন না কিছু কতিপয় ব্যবসায়ী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-নজর নেই। রোগীসহ জরুরী কাজে যাওয়া লোকজন চরম ভাবেই বিড়ম্বনার শিকার হচ্ছে প্রায়শ।

সচেতন মহল জানান, বড় ট্রাক যত্রতত্র স্থানে দাঁড় করিয়ে মালামাল লোড করায় তীব্র যানজটের সৃষ্টি। সেই সাথে ঈদগাঁও বাজার দৈনিক তি সহশ্রাধিকেও বেশি তিন চাকার যানবাহন প্রবেশ করে। পার্কিং ব্যবস্থা না থাকায় এহেন অবস্থার সৃষ্টি বলে জানায় তারা।

ইমরানসহ কজন পথচারী জানান, অদক্ষ চালকরা দাপিয়ে বেড়াচ্ছেন সড়কে। সেসাথে বড় গাড়ী ডিসি সড়কের উপর দাঁড় করিয়ে মালামাল আনলোড করার কারনে যানজটের সৃষ্টি। অবিলম্বে যানজট নিয়ন্ত্রনে ট্রাফিক পুলিশ নিয়োগের দাবী বাজারে।

বাজার কমিটির সাধারন সম্পাদক রিকো জানান, ব্যবসায়ীরা যদি আইনের প্রতি শ্রদ্বা শীল না হয়, তাহলে তো করার কিছু নেই।

 

 

One response to “ঈদগাঁওতে তীব্র যানজট”

  1. Betkick says:

    … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/27352 […]

Leave a Reply

Your email address will not be published.

x