ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন
ভারতে কমছে করোনায় মৃত্যু, সংক্রমণ ৬০ হাজারের নিচে
অনলাইন ডেস্ক

প্রায় তিন মাস পর ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৬০ হাজারের নিচে নামল। টিকাকরণে জোর দেওয়ার ফলেই সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে করোনার বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে যে হরে টিকাকরণ হওয়া প্রয়োজন, তা থেকে ভারত এখনও অনেক দূরে বলে মনে করছেন তারা। তবে সংক্রমণ কমলেও মৃত্যু থাকল দেড় হাজারের ওপরেই।

রোববার (২০ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। সর্বশেষ গত ৩১ মার্চ দেশটিতে দৈনিক সংক্রমণ ৫৩ হাজার ৪৮০ ছিল। অর্থাৎ ৮০ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ ৬০ হাজারের নিচে নামল।

এখনও পর্যন্ত ভারতে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ২৪৩ জন।তবে, মৃত্যু এখনও আশানুরূপভাবে আটকানো যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন এক হাজার ৫৭৬ জন রোগী। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জন রোগীর

তবে সংক্রমণের হার কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার ছিল ৩ দশমিক ২২ শতাংশ। দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি সুস্থতায় বৃদ্ধিও আশা জোগাচ্ছে চিকিৎসক মহলকে। গত ২৪ ঘণ্টায় ৮৭ হাজার ৬১৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৯ জন রোগী করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ ছাড়াও দৈনিক সংক্রমণের চেয়ে দৈনিক সুস্থতার হার বেশি হচ্ছে

One response to “ভারতে কমছে করোনায় মৃত্যু, সংক্রমণ ৬০ হাজারের নিচে”

  1. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/27271 […]

Leave a Reply

Your email address will not be published.

x