ঢাকা, সোমবার ২৩ জুন ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনায় ৬ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রোববার (২০ জুন) সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এসব করোনা রোগী মারা যান। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত ৬ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।

সরকারি তথ্য মতে, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেল ২৬৯ জন, আর করোনায় মারা গেছে ৫৯ জন। বর্তমানে ৭ শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। আর উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে কয়েক হাজার।

আর পিসিআর ল্যাবের টেস্টের পরিসংখ্যান মতে, করোনা সংক্রমণের হার ৬১ শতাংশে দাঁড়িয়েছে। চলমান লকডাউন কার্যকর না হওয়ায় ও স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নেওয়া, করোনা বা করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফনে কোনো প্রকার সতর্কতা মেনে না চলায় এ সংক্রমণ থামানো যাচ্ছে না বলে মনে করে সুশীল সমাজ।

x