ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
চট্টগ্রামে দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রামে করোনার প্রথম ঢেউ মারাত্মক আকার ধারণ করে গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে। তখন দৈনিক সর্বোচ্চ ২০০ পর্যন্ত আক্রান্ত হয়েছিল। গত এপ্রিল মাসের দ্বিতীয় ঢেউয়ের সময়ও দৈনিক সর্বোচ্চ ১৩০ থেকে ১৫০ পর্যন্ত আক্রান্ত হয়। কিন্তু এখন এক দিনে সর্বোচ্চ ২২২ ও ২২৫ জন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনার শুরু থেকে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ রেকর্ড। চট্টগ্রামে দ্রুত গতিতেই বাড়ছে করোনা সংক্রমণ।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় দেব বলেন, ‘কার্যত তিনটি কারণেই চট্টগ্রামসহ সারা দেশে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। প্রথমত, ভারতীয় ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়ায়।

এখন যেটা ছড়াচ্ছে তার মধ্যে অধিকাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ঈদুল ফিতরের সময় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে যাচ্ছেতাই করে যাতায়াত করেছে। ঈদের ২০-২৫ দিন পর থেকে এর প্রভাব শুরু হয়েছে। তৃতীয়ত, মানুষ এখন খুব বেশি বেপরোয়া। কেউই মানছে না স্বাস্থ্যবিধি। বিশেষ করে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করার কথা থাকলেও তা কোনো ক্ষেত্রেই মানা হচ্ছে না।

গণপরিবহন থেকেই এখন ভাইরাস বেশি হারে ছড়াচ্ছে।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এক সপ্তাহ ধরে সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কী করতে হবে, সে ব্যাপারে আমরা সরকারি নির্দেশনা মতে কাজ করব। প্রয়োজনে লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করা হবে।

3 responses to “চট্টগ্রামে দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা”

  1. rudee11 says:

    … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/26969 […]

  2. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/26969 […]

  3. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/26969 […]

Leave a Reply

Your email address will not be published.

x