ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
কিশোরগঞ্জে আরও ৩৪ জনের করোনা শনাক্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত) ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৬৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৭ জন, হোসেনপুরে ১ জন, করিমগঞ্জে ১ জন পাকুন্দিয়ায় ৪ জন ও ভৈরবে ১ জন।

গত ১৫ ও ১৬ জুন (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত ১৬ জুন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় কারও করোন শনাক্ত হয়নি। এছাড়া কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১১ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জনসহ মোট ২০ জনের রেপিড এন্টিজেন টেস্টে  ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন ৭ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৮০৫ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৮৫ জন।

বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৩ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২০২ জন, হোসেনপুরে ৪ জন, করিমগঞ্জে ৫ জন, তাড়াইলে ৯ জন, পাকুন্দিয়ায় ১৫ জন, কটিয়াদীতে ১৩ জন, কুলিয়ারচরে ১২ জন, ভৈরবে ১০ জন, নিকলীতে ১ জন ও বাজিতপুরে ২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ২৫১ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২২ জন।

গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের জন্য কেউ রেজিস্ট্রেশন করেননি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ২৭ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১৩০ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ২১ জন।

উল্লেখ্য, ২৫ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।

 

3 responses to “কিশোরগঞ্জে আরও ৩৪ জনের করোনা শনাক্ত”

  1. vigrx says:

    … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/26650 […]

  2. … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/26650 […]

  3. post says:

    … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/26650 […]

Leave a Reply

Your email address will not be published.

x