এ সময়ের জনপ্রিয় ব্যাক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটুবে আলোচিত ইসলামী স্কালার আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার তিন সফর সঙ্গীদের সন্ধান চেয়ে ভোলার চরফ্যাশন উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন সচেতন যুব সমাজ’ এর উদ্দোগে আজ বৃহস্পতিবার (১৭জুন) অনুষ্ঠিত এই মানব বন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব রাখেন সুশিল সমাজের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ কোটি যুবকের রূদয়ের স্পন্দন বর্তমান সমাজের যুবকদের আইডল তরুণ ইসলামি স্কালার আবু ত্বহা মোহাম্মদ আদনান এবং তাঁর গাড়ীচালক ও দুই সফর সঙ্গীসহ গত ১০ জুন মধ্যরাতে নিখোঁজ হয়েছেন। ইতিমধ্যে ৭ দিন অতিক্রান্ত হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোনো খোঁজ দিতে পারেনি। এটি নি:সন্দেহে চরম উদ্বেগের বিষয়।
বক্তারা আদনান ও তার সফর সঙ্গীদের সন্ধানে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিলো লক্ষনীয়।
উল্লেখ্য, গত ১০ জুন মধ্যরাতে প্রকাশিত খবরে জানা যায়, রংপুর থেকে ঢাকা ফেরার পথে রাত প্রায় ২টা ৩০মিঃ এর দিকে আদনানের সাথে তার স্ত্রীর সর্বশেষ কথা হয় । এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার এবং তার সফর সঙ্গীদের। সেই থেকে আজ ৭দিন প্রযন্ত নিখোঁজ আছেন তিনি। স্বামীর সন্ধান চেয়ে আবু ত্বহার স্ত্রী ও ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছেন।