ভোলা জেলায় চলতি ১ সপ্তাহব্যাপী টানা বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারন জনজীবন। বিগত কয়েক দিন জেলার উপর দিয়ে কখনো ভারী বর্ষন কখনো গুড়ি গুড়ি বর্ষা বয়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারন মানুষ। বিশেষ করে দিন মজুরদের দুর্ভোগেরর সিমা নেই । বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। উপকূলের দরিদ্রর পরিবার গুলো পড়েছে বিপাকে।
এদিকে ভারী বর্ষনের কারনে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে বাধের বাইরের বিস্তীর্ন এলাকা। দুর্ভোগে পড়েছেন নদীর তীরবর্তি এলাকার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড বলছে, গত ২৪ ঘন্টায় নদীর পানি প্রবাহিত হয়েচে। এতে কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আখতার জানান, ভারী বর্ষনের কারনে মেঘনার পানি বেড়েছে, তবে এতে ভয়ের কিছু নেই। পরিস্তিতি স্বাভারিক রয়েছে। অন্যদিকে বৃস্টিতে ডুবে আছে ফসলের ক্ষেত। তবে কৃষি অফিস বলছে, বৃষ্টিতে উপকার হচ্ছে কৃষকদের। বিশেষ করে আউশের চারা রোপনে সুবিধা পাচ্ছেন কৃষকরা।
আবহাওয়ায় অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৬৮.৫ মিলিমিটার বৃস্টিপাত হয়েছে। এরমধ্যে বুধবার (১৬ জুন) দুপুর পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টি আরো কিছুদিন থাকবে।
জেলায় গত কয়েকদিন থেকেই টানা বর্ষন। থেমে থেমে ভারী বর্ষন আবার গুড়ি গুড়ি বৃষ্টি। বৃস্টির কারনে শহরে নেই যানবাহন, দেখা দিয়েছে যানবাহনের সংকট। দু’চারটি রিক্সার দেখা মিললেও অতিরিক্ত ভাড়ার কারনে যাত্রিরা হিমশিম খাচ্ছে। অনেকেই যানবাহন সংকটে বিরম্বনার মধ্যর পড়েছেন।
চর মদনপুর থেকে ব্যবসায়ী ইব্ররাহীম জানান, জোয়ারের কারনে রাস্তাঘাট, ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। এছাড়া বিভিন্ন চর এলাকার বাসিন্দারা সংবাদ কর্মীদের বলেন, জোয়ারের পানিতে নিচু এলাকা ডুবেছে, তবে ঘরবাড়ি ডুবেনি।
ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মাহাবুবুর রহমান জানান, সপ্তাহ ধরে পুরো জেলায় ভারি বর্ষন হচ্ছে, এ অবস্থা আরো কিছুদিন থাকবে, তবে ২০ জুনের পর বৃষ্টি কমতে পারে।
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/26409 […]
… [Trackback]
[…] There you will find 61958 additional Information on that Topic: doinikdak.com/news/26409 […]
… [Trackback]
[…] Info to that Topic: doinikdak.com/news/26409 […]
… [Trackback]
[…] There you can find 76016 additional Info on that Topic: doinikdak.com/news/26409 […]
… [Trackback]
[…] Read More on that Topic: doinikdak.com/news/26409 […]