ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
নওগাঁয় ৫ শ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা প্রদান
এম,এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় ভাঁরশো ইউনিয়নের বিভিন্ন এলাকায়  কর্মহীন হয়ে পড়া ৫’শ  জন  ভ্যান- ভুটভুটি, অটো চার্জার এবং মোটর  শ্রমিকদের   মাঝে প্রধানমন্ত্রীর মানবিক অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ।

বৃহপতিবার বেলা ১১টার সময় ভাঁরশো ইউনিয়ন পরিষদ চত্তরে  পরিবহন শ্রমিকদের মাঝে  এসব মানবিক  অর্থ  সহায়তা প্রদান করা হয়।

এসময় ভাঁরশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন কোরনাভাইরাসের কারনে একের পর এক লকডাউনে  পরিবহন শ্রমিকরা  ঠিক মতো তাদের গাড়ি চালাতে না পারায় তারা অার্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন। তাদের সার্বিক দিক বিবেচনা করে  প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় এমপি মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিকের পক্ষ থেকে এসব মানবিক অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমান,মান্দা উপজেলা অাওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং মান্দা উপজেলা অটোচার্জার ভ্যান, ভুটভুটি সমিতির উপদেষ্টা কামরুল ইসলাম পাশা,মান্দা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং মান্দা উপজেলা অটোচার্জার ভ্যান, ভুটভুটি সমিতির সভাপতি কাজল দেওয়ান এবং সাধারণ সম্পাদক বুলবুল অাহমেদ ও প্রমুখ ।

অর্থ সহতা বিতারণ কালে তার সাথে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম পাশা, সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, উপজেলা অটোভ্যান সমিতির সাধারণ সম্পাদক বুলবুল অাহম্মেদ সহ শ্রমিকলীগের নেতাবিন্দুরা।

x