ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
মেহেরপুরে করোনা মোকাবেলায় প্রশাসন-পুলিশ তৎপর
জাহিদ মাহমুদ, মেহেরপুর

মেহেরপুরে করোনা সংক্রমের সংখ্যা বেড়েই চলছে। কিন্তু এখনো পাত্তা দিচ্ছেন না সাধারণ মানুষ। বেশীর ভাগ মানুষই মাস্ক পরেন না, সামাজিক দূরত্বও মানেন না। এ কারণে মেহেরপুর জেলা প্রশাসন ও  পুলিশ বিভাগ যৌথভাবে করোনা প্রতিরোধে সচেতনা বৃদ্ধি ও লকডাউন কার্যকর করার লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে গণসচেতনতা প্রচারণা চালিয়েছে।

বুধবার বিকাল ৬ টা থেকে রাত পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক প্রচারণা চালান হয়। সেই সাথে প্রত্যহ সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত শহরের সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয় প্রশাসন।

এছাড়াও প্রত্যেককে মাস্ক পরিধান বাধ্যতামূলক ঘােষণা দেয়া হয়।সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের নেতৃত্বে গণসচেতনামূলক প্রচারণায় অংশ নেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এবং সদর থানার ওসি শাহদারা খান অযাথা বাড়ির বাইরে না আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.

x