ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
লালমনিরহাটে নদীতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
মোঃ শাহীন আলম, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রাজিব(৮) নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মৃত রাজিব পাটগ্রামের  কচুয়ারপাড় গ্রামের এরশাদ  হোসেনের ছেলে।

বুধবার (১৬ জুন) দুপুরে  সবার অজান্তে নানার বাড়ির নিকটবর্তী  ধরলা নদীতে  গোসল  করতে গিয়ে  রাজিব ডুবে যায়। পরে নানার বাড়ির লোকজন বাড়িতে না পেয়ে  খুঁজতে থাকে। দীর্ঘ  ১ ঘন্টার পর স্হানীয়  লোকজন  নদীতে একটি লাশ দেখতে পায়,পরবর্তীতে খবর পেয়ে মৃত্যু  প্রতিবন্ধী শিশুর স্বজনরা রাজিবের লাশ সনাক্ত  করেন।

স্হানীয় সুত্রে জানা যায়, প্রতিবন্ধী শিশুটি  পাটগ্রাম পৌরসভার বুদ্ধি  প্রতিবন্ধী ওঅটিস্টিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। সে মৃগী  রোগে আক্রান্ত ও মানসিক  প্রতিবন্ধী। তাকে তার বাড়ির লোকজন চোখে চোখে রাখে কিন্তুুক সবার অজান্তেই সে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু রাজিবের মৃত্যু ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী রুজু হয়েছে।

x