ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা তত্ত্বাবধায়ক গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা তত্ত্বাবধায়ক রেদাউনুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।

এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার।

বুধবার (১৬ জুন) বিকেলে নগরীর পলিটেকনিক রোডে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রেদাউনুল করিমের বাড়ি বাকেরগঞ্জ উপ জেলার পদ্রিশীবপুর গ্রামে। তিনি ওই এলাকার মাদীনাতুল উলুম কারীমিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক। তার বিরুদ্ধে ভয়-ভীতি দেখিয়ে ওই মাদ্রাসার দুই শিশুকে বলাৎকারের অভিযোগ রয়েছে।

এঘটনায় এক শিশুর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরপরই রেদাউনুলকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত রেদাউনুলকে কারাগারে প্রেরণে

x