টাঙ্গাইলের কালিহাতীতে করোনা আক্রান্তের হার নিয়ন্ত্রনে ৬ষ্ঠ দিনেও উপজেলা প্রশাসনের স্বেচ্ছা অঙ্গীকার অভিযান অব্যাহত রযেছে।
বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বল্লা ও রামপুর বাজারে স্বাস্থ্য বিধি পালনে এ স্বেচ্ছা অঙ্গীকার অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মাহমুদ পাকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুছ ছালেক।
অপরদিকে স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার রতনগঞ্জ ও আউলিয়াবাদ বাজারে ১১ জনকে দুই হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।