ঢাকা, বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
কালিহাতীতে স্বাস্থ্য বিধি না মানায় ১১জনকে জরিমানা
মোঃ শরিফুল ইসলাম টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে করোনা আক্রান্তের হার নিয়ন্ত্রনে ৬ষ্ঠ দিনেও উপজেলা প্রশাসনের স্বেচ্ছা অঙ্গীকার অভিযান অব্যাহত রযেছে।

বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বল্লা ও রামপুর বাজারে স্বাস্থ্য বিধি পালনে এ স্বেচ্ছা অঙ্গীকার অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মাহমুদ পাকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুছ ছালেক।

অপরদিকে স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার রতনগঞ্জ ও আউলিয়াবাদ বাজারে ১১ জনকে দুই হাজার টাকা জরিমানা করেন সহকারী  কমিশনার (ভূমি)  কামরুল হাসান।

x