ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা
Reporter Name

রোববার সন্ধ্যা ৭টায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেস ব্রিফিং থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, মোট নির্বাচিত হয়েছে ৪ হাজার ৩৫০ জন। নির্বাচিতদের মধ্যে মহিলা পুরুষ অনুপাত ৫৪ঃ৪৬ (মহিলা ২৩৪১ ও পুরুষ ২০০৯)।  চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত সংখ্যা ৩ হাজার ৯৩৭ জন ও পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত সংখ্যা ৪১৩ জন।  মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা  ৪৮ হাজার ৯৭৫ জন ( মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬%)।

এবারের মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় প্রথম হয়েছে মিশোরী মুনমুন (রোল নং-২৫০০২৩৮)।  মোট প্রাপ্ত নম্বর ২৮৭.২৫(ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭.২৫)। নির্বাচিত কলেজ-ঢাকা মেডিক্যাল কলেজ।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন, যারমধ্যে অংশগ্রহণ করেছে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন। অনুপস্থিতির সংখ্যা ৬ হাজার ৮২ জন।  মহামারী করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার ১৯টি কেন্দ্র এবং ৫৫টি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x