ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায়
অনলাইন ডেস্ক

হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বুধবার (১৬ জুন) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলের নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর গত ২৮ মার্চ নিপুণ রায়কে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা করা হয়।

এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানায় বে-আইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা অপর মামলায় নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে এই দুই মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়।

2 responses to “জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায়”

  1. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/26013 […]

  2. Research says:

    … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/26013 […]

Leave a Reply

Your email address will not be published.

x