মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ ১৫ জুন (মঙ্গলবার) উপজেলা পরিষদ চত্বরে শ্রীপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩০ জন আদিবাসী ছাত্রীদের মাঝে ৩০ টি বাই-সাইকেল, প্রাথমিক পর্যায়ের ৩২ জন এবং মাধ্যমিক পর্যায়ের ২২ জন আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরে শ্রীপুর উপজেলার আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দকৃত শিক্ষা উপকরণ এবং ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়।