ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ইদুর মারা বিষ (গ্যাস টেবলেট) খেয়ে যতন চন্দ্র সিংহ (১৮) ও সুমি বালা (১৪) নামে দুই প্রেমিক প্রেমিকার আত্মহত্যা
করেছে। দুজনের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় দুজনে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও তাদের পরিবারের লোকজন প্রাথমিক ভাবে ধারণা করছে। ১৫ জুন মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে ভোরবেলা দুজনে বিষপান করে। মৃত যতন চন্দ্র ঐ গ্রামের দেবেন্দ্র চন্দ্র সিংহের ছেলে যতন চন্দ্র সিংহ ও একই পরিবারের যতীন চন্দ্রের কন্যা সুমি বালা।
পরিবারের লোকজন বলছে, আমাদের ধর্মীয় রীতিতে একই পরিবারের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার বিধান নেই। এজন্যই আমরা বিয়ে দিতে রাজি হয়নি। তাছাড়া দুজনের বিয়ের বয়স হয়নি। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, ছেলে ও মেয়ে দুজনেই নাবালক। দুজনেই একই পরিবারের চাচাতো ভাই-বোন। বাড়ীতে প্রেমের সম্পর্ক জানার পর বিয়েতে রাজি না হওয়ায় বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুজনের পরিবার বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছেন।